অবুঝ মনটা চাইছে আজ ভিন্ন কিছু স্বাদ,
চাইছে মিটিয়ে নিতে মনের সব আহ্লাদ ।
মন চাইছে নীল আকাশে পাখির মত উড়তে,
চাইছে সে স্বাধীনভাবে নতুন কিছু করতে।


মন চাইছে বন-বাদাড়ে স্বাধীনভাবে ঘুরতে,
আর পাহাড়ের ঢাল বেয়ে তার চূড়ায় চড়তে।
চাইছে মনটা অসীম সাগরের বুকে সাতার কাটতে,
সাগরের মাছগুলোর সাথে মধুর মিতালী করতে।


মন চায় কোলাহল ছেড়ে চলে যেতে অনেক দূর,
যেথা প্রকৃতির অকৃত্তিম ছোঁয়ায় ক্লান্তি হবে দূর।
মন চাইছে ভ্রোমরের মত ফুলে ফুলে উড়তে,
ফুলের সুবাশ গায়ে মেখে মধু পান করতে।


মনের যতো ইচ্ছেগুলি হবেকি কভূ পূরণ?
দেখতে কি পাবো মনের মতো করে সুন্দর এ ভূবন?
মনের সকল ইচ্ছেগুলি কবুল কর রব,
পূরণ করার তাওফিক দাও ইচ্ছে যত সব।