প্রভূর নামে শুরু করছি
                 বলে বিসমিল্লাহ,
সকল প্রসংসা তাঁর-
                বিশ্বের মালিক আল্লাহ।
অতি করুনাময় মহা মেহেরবান,  
           তাঁর নামে গেয়ে যাই সব গুনগান।
বিচার দিনের স্বামী তিনি
                তিনিই মহা বিচারক,  
সকল কাজে স্মরি তাঁকে
                তিনিই শ্রেষ্ঠ হক ।
তাঁরই গোলামি করি
                তাঁকেই সেজদা করি,
সাহায্য প্রার্থনা করি
                বিপদাপদে তাঁকেই স্মরি।
সহজ-সরল পথ
                তিনিই দেখান মোদের,
হেদায়াত করেন তিনি
                রহম চায় যারা তাঁর।  
হে দয়াময় দেখাও সেই পথ
                যে পথ সদা সত্য ,
যে পথে তোমার
                প্রিয়জনেরা চলেছে নিত্য ।
নিওনা প্রভু সে পথে কভূ
               যে পথ চির অশান্তির,
করোনা অন্তর্ভূক্ত তাদের
               যারা অভিশপ্ত তোমার।  
কবুল করো মোদের
               এই প্রার্থনা হে দয়াময়,
সারা জীবন কাটে যেন
              তোমার রহমের ছায়ায় ।