তুলসীগঙ্গা নদীর তীরে
       বসে একেলা,
প্রকৃতির দেখছি খেলা
    আমি সারাবেলা।


গাছগুলো সব ঝুঁকে গেছে
     নদীর পানি ছুঁইতে,
ছোট ছোট ছেলে-মেয়েরা
   নদীতে নেমেছে নাঁইতে।


নদীর জলে করছে খেলা
  এক ঝাঁক হাসা-হাসি,
পাখ-পাখালির কিছির-মিছির
    রাখাল বাজায় বাঁশি।


নদীর পাড়ে বক পাখিটি
      দাঁড়িয়ে আছে চুপচাপ,
গাছের ডালে বাজ পাখিটা
  শিকার দেখে মারলো ঝাঁপ।


নদীর তীরে কাশফুল বনে
    বইছে মৃদু বাতাস,
সেই বাতাসের ছোঁয়া পেয়ে
     ভুলে যাই দীর্ঘশ্বাস।


প্রকৃতির কি অপরূপ সাজ
   তুলসীগঙ্গার তীরে,
নিজেকে আমি হারিয়ে ফেলি
   শ্বাস নিই বুক ভরে।