হেমন্তের শেষে এলো ঋতুরানী শীত,
কনকনে শিতে কাঁপছি সবাই দিনরাত।
সকাল বেলায় কম্বল ছেড়ে ওঠা দায়
শীতের তীব্রতা রোজ ই কাঁপায়।
গাছের পাতাগুলো ঝরে শীতের ছোঁয়ায়,
সবুজের বনগুলো মৃত মনে হয়।
তবুও শীতকে অনেক ভালো লাগে,
অন্যরকম কিছু অনুভূতি মনে জাগে।

শীত আসলেই যেন পিঠার ওঠে ধুম,
পিঠার ঘ্রাণে ভেঙ্গে যায় আরামের ঘুম।
ভাঁপা পিঠা,পাটিসাপটা আরও কত পিঠা,
পিঠায় পিঠায় ভরে যায় পেটের পুটলিটা,
মায়ের হাতের মধু মাখানো হরেক রকম পিঠা,
পিঠা খেয়েই কেটে যায় শীত ঋতুটা।
বাঙালির ঐতিহ্য পিঠা-পুলির উৎসব,
নানা রঙের পিঠা হাতে ওঠে কলরব।
স্রষ্টার দেয়া শীত ঋতুটা আসুক বারবার,
পিঠায় পিঠায় ভরে উঠুক জীবনটা সবার।