একদিন চলেই যাবো বহু দুরে সেই আমি।
সব কিছুই যেনো পরে রবে শূন্য মরুভূমি।
আমার দেহখানি কাঁচা মাটিতে তৈরি জানি।
তার ভিতর বসাইছে রূহ নামক পাখি খানি।
ও সেই পাখি চলে গেলে শূন্য দেহ রবে তখনি।
ঐ পাখিটাকে ধরতে পারলে দেখিতাম নয়ন ভরি।  রেখেই দিতাম জনম ভরি দেহের ভিতর বন্ধি করি।
তবে তাকে যায় না ধরা মিছে কেনো এত বায়না।
আমি তো একদিন চলেই যাবো দূরে দূরে বহু দূরে।
সেদিন শুধু স্মৃতি হয়ে ভাসবো স্বজনের চোঁখে
জানি শুধু স্মৃতি হয়ে ভাসবো স্বজনের চোঁখে।।