তোমার দেওয়া হালকা নীল রঙের সাট টা এখনো রেখেছি খুব যত্নে।
জানি না কি আছে এতে যদিও আমার নীল ভালো লাগে না।তবুও কিনেছি আরো চারটি
কেন জানি মনে হয় তোমার দেওয়া সার্টের মতো হয় নি একটা ও।


তোমার দেওয়া সেই আংটি টা ও এখনো আছে । সেটাও খুলে রেখেছি খুব যত্নে।
আংটি টা পড়লে মনে হয় তুমি ছুয়ে আছো ঐই আঙুলি টা তে।


ক্লান্ত দুপুরে হেটে চলি তোমার বাড়ির পাশের প্রিয় আইসক্রিমের  দোকানে , তুমি জানো আমি আইসক্রিম খাই না। শুধু এই ভেবে যদি তোমার একটি পলক দেখা পাই।


জানো এখনো সন্ধ্যা হলে ছুটে যাই ঐই ঝিলের ধারে।আজও ঝিলের জলে পড়ে চাঁদের আলো, জোনাকি পোকা করে খেলা এখন  শুধু ছুয়ে আমাকে আর যে পায়নি তোমাকে।


আমার দেওয়া সর্ব কিছুই তুমি দিয়েছিলে ফিরিয়ে, কিন্তু জানতে চাওনি তোমার দেওয়া সার্ট,আংটি কেন দেইনি ফিরিয়ে? পরম আগলে রেখেছি তোমার দেওয়া কষ্ট টা সাথে করে। আমি যে এখনো তোমায় ভালোবাসি।


যে দিন তুমি চলে যাও আমি আবেগ আপ্লুত নয়নে কেঁদে উঠে বলেছিলাম দুষ কি আমার? তুমি বলেছিলে আমি কালো তাই আর আমাকে না কি তোমার আর ভালো লাগে না। শুধু জানতে ইচ্ছে করে আমি তো আছি সেই আগের মতো যাকে তুমি ভালবেসেছিলে।