জবাগাছে ফুটেছিলাম,
সময়ান্তে ঝরে পড়লাম গাছটার গোড়ায়.
মালীকে বললাম,-
ওহে, আমাকে সরিয়ে নাও.
আমারও খারাপ লাগছে,
তোমাদেরও অসস্তি বাড়ছে.
মালী বললে,-
নাহ, তুমি যে আবার জবা হয়ে ফুটে উঠবে.
আমি বললেম,-
আচ্ছা, আমাকে যদি গোলাপ গাছের গোড়ায় ফেলে দাও,
তাহলে কি হবে ?
কেন !
তাহলে তুমি গোলাপ হয়েই ফুটবে.
মালী কত সহজে বলে গেল.
আমি নিজেকে প্রশ্ন করলেম,-
আমি কি হয়ে জন্মাব ?
তা তো জানিনে.
তবে জন্মাতেই যখন হবে,
তখন গোলকচাঁপা হয়ে ফুটি না কেন?
তাহলে,
ডালা ভরি পুষ্প চয়ন,
ভাগ্য বিধাতার সুমধুর সংগীত শ্রবন,
সর্বোপরি,
সুসজ্জিত, মর্ত্তগামী দেব-দেবীদের পায়ে,
লুটাইয়া পড়িবার ভয় থাকিবে না.
               ............