আজ মৃত্যুপুরীর মাঝখানে,
তোমার আমার ইচ্ছেগুলো থমকে দাঁড়ায়; রাশ টানে।
হঠাৎ আসা থমথমে ঝড়,
সব নিশ্চল, স্থির নিঃস্বর,
বন্দীদশায় বাধ্য জীবন সব হারাবার স্বাদ জানে।
আজ মৃত্যুপুরীর মাঝখানে।


আজ শুনতে কি পাও কান্না ওই?
প্রিয়জনহীন হাহুতাশ করে, ব্যথা ভোলানোর মন্ত্র কৈ?
কাতারে কাতারে মরছে মানুষ,
নিকষ আঁধারে শোকের ফানুস,
দেবতার ঘর ধূ ধূ প্রান্তর, কে আজ শোনাবে সেই মাভৈঃ!
আজ শুনতে কি পাও কান্না ওই?


আজ আত্মাহুতির আভাষ পাই,
অন্তিম শ্বাস, বৈতরণীর অমোঘ স্রোতে গা ভাসাই।
বাঁধভাঙা ঢেউ, নড়বড়ে ঘর,
মৃত্যুপ্লাবন রাতদিনভর,
আশার আলো নিভু নিভু, চলো মৃত্যু-মিছিলে পা মেলাই।
আজ আত্মাহুতির আভাষ পাই।


আজ মৃত্যুপুরীর মাঝখানে,
নতুন সূর্য উঠবে কি আর আশাপথিকের ক্ষীণ প্রাণে?
অধুনা শ্মশান সাজবে কি সাজ?
পাঞ্চজন্য বাজবে কি আজ?
দাঁতে দাঁত চেপে লড়বে মানুষ নতুন যুগের আহ্বানে?
আজ মৃত্যুপুরীর মাঝখানে।


আজ মৃত্যুপুরীর মাঝখানে।


*******************************