কাঁদে একাকিনী   রাই বিনোদিনী
         প্রেমানল মন জুড়ে।
কানু বাঁশিয়াল     করেছে মাতাল
         মোহন বাঁশির সুরে।।


অঙ্গে দহন           হৃদয়ে দহন
         জ্বলে পুড়ে মরে রাই।
বেহায়া বাঁশি         গলার ফাঁসি
         যাতনার শেষ নাই।।


কানু কি জানেনা    বুঝেও বোঝেনা
         রাধিকা তো নিরুপায়।
কাম-উত্তাপে        থরথর কাঁপে
         সব বাধা ভেঙে যায়।।


বসন খসেছে         ভূষণ খসেছে  
         শয্যা পুড়েছে তাপে।
আকুল তিয়াসী     মিলন পিয়াসী
        প্রেমজ্বরে রাধা কাঁপে।।


এই নিশি রাতে    সেই মৌতাতে
        কলি ফোটে হৃদি-বাগে।
পরকীয়া জ্বালা    বুক ঝালাপালা
        বিরহিণী রাই জাগে।।


******************************