।।১৬।।
খাঁচার পাখি
টবের চারা
বাক্সঘরে বন্দী প্রাণ।
গাইছে পাখি
ফুটছে কলি
আমার ঘরেও সেতার তান।


।।১৭।।
মেপে মেপে টুঁটি চেপে
রাত্রি নেমেছে।
এলোমেলো স্রোতগুলো
হঠাৎ থেমেছে।
বাম বুক ধুকপুক,
থাম ওরে উজবুক!
ফাঁকা নীড়ে ব্যথা ভিড়ে
আসর জমেছে।


।।১৮।।
এফোঁড়-ওফোঁড় তীর, উঠোন যে লালে লাল।
লেখনীরা উসখুস, শব্দেরা বেসামাল।
চিন্তারা মারে খোঁচা,
অস্থিরতায় বাঁচা,
কবি তাই বুনে চলে কবিতার কথাজাল।


****************************