।।৩১।।
অভিনয় জারি আছে সবিনয়ে দিনভর,
সাজানো জৌলুসে, মেকি সংলাপে।
তুলি হাতে হকিকত্ কানে কানে বলে যায়-
কান্না লুকোতে হয় হাসির মেক-আপে।


।।৩২।।
বারবার কেন খাদে ঠেলে দাও?
সহানুভূতির টোপ দেখিয়ে আবার কেন ডাকো?
গুহাবাসী আমি মাকড়সা পুষি জোনাকি ধরব বলে,
বারবার কেন জ্যোৎস্না লেলিয়ে ওঁৎ পেতে বসে থাকো?


।।৩৩।।
জলসাঘরে একা একা বসে মৃদঙ্গে মারি চাঁটি,
নীভু নীভু এই ঝাড়বাতিটাও জ্বলে থাকে নিরালায়।
এককোণে পড়ে ধুলো জমছে তানপুরাটার গায়ে,
আসর কি আর বসবে কখনও? দিন যে ফুরিয়ে যায়!


********************************