সেদিনও এমনই এক বিকেল ছিল।
সারাদিনের উত্তপ্ত মিলনের পর বিকেলের রোদ
সবুজ ঘাসকে বিদায় জানিয়ে বলল
     - ''আজ তাহলে আসি"।
প্রত্যুত্তরে সবুজ ঘাস সারাদিনের জমে থাকা উত্তাপ একটু একটু করে ছড়িয়ে দিতে থাকল।
ঘাসের উপর আমি আর একটু দূরে তুই।
কেন জানিনা সেদিন সেই প্রথমবার, বিকেলের সেই লাজুক রোদের সাথে তোর হাসির মিল খুঁজে পেয়েছিলাম।


তার পরের পরের দিন বৃষ্টি হয়েছিল।
তোকে ভিজতে দেখেছিলাম ওই বৃষ্টিতে
মনের আনন্দে দুহাত ছড়িয়ে।
সেই প্রথমবার বৃষ্টিকে সারা শরীর দিয়ে অনুভব করেছিলাম।
অপূর্ব এক আনন্দ ঘিরে ধরেছিল আমাকে।
কেন জানিনা সেদিন সেই প্রথমবার,
সেই বৃষ্টিধারার সাথে তোর ওই অসম্ভব সুন্দর
চুলের মিল খুঁজে পেয়েছিলাম।


তারপর সেই চেনা গল্প।
সমূদ্রের ওপর ঘনিয়ে আসা কালো অন্ধকারের মত প্রগাঢ়,
দিনরাতের ছন্দবদ্ধতার মত চিরন্তন,
জীরাফের গ্রীবার মত প্রতীক্ষাময় একতরফা সেই প্রেমের গল্প।


আজ এতগুলো বছর তোকে না দেখেও কেন জানিনা সেই ভালোবাসা বেঁচে আছে ঠিক একইভাবে।
কেননা প্রত্যুত্তরের সেই নীরব চাউনি আজও ভুলতে পারিনি।
কিন্তু সত্যিটা বলতে ভয় পাইনা-
আজ আর তোকে পেতে ইচ্ছে করেনা,
পাবোনা বলেই হয়ত।


এরপর বয়ে চলবে জীবন...
মাঝরাতের একটুআধটু আদরের সান্ত্বনায়
ঝগড়া করতে করতে কেটে যাবে সংসারজীবন।
তবু বেঁচে থাকবে সময়স্রোতে ভেসে যাওয়া
সেই প্রথম প্রেম।


*********************
রচনাকাল : ১৮ই  জানুয়ারি ২০১৩