আমার কোন নাম ছিল না,
তোমরা আমায় নাম দিলে।
আমার প্রানে গান ছিল যে,
তোমরা তাতে সুর দিলে।
তুলির রঙ এ রঙিন ছিলাম
ক্যানভাসে তা আঁকলো কে!
বিশ্বে আমার কেউ ছিল না,
আপন হতে ডাকলো কে?
আমি যখন সজাগ হলেম,
তোমরা তখন কই গেলে?
পথের মাঝে দাঁড় করিয়ে
তোমরা তখন ঐ কূলে।
সুর হারালাম,গান হারালাম
বাঁচবো আমি কি নিয়ে!
নামটি শুধু রেখে দিলে
কঙ্কাবতী জানিয়ে।।