নদীর একটা নাম ছিল
নদী আমায় ডাকছিলো
আমি একা বসে ছিলাম,
নদী তোমায় খুজছিলো!


তুমি ছিলে সেই দূরে,
মন ভোলানো কোন সুরে
গাইছিলে গান প্রান ভরে।


নদী এসে বললো যেই
সুর লুকিয়ে আসলে সেই।
সুর কে কেন আনলে না?
আমায় কাছে টানলে না!


আমি নদীর এই পাড়ে,
বসে ছিলাম সব ছেড়ে।
সপ্ন চোখে ঘর বাঁধার,
এক সেতারে তার বাঁধার!


তুমি আমায় চিনলে না,
আমার পানে চাইলে না।
আমি চলে তাই এলাম।
আমায় তুমি ডাকলে না।।