যদি চলে যেতে বলো
চলে যাব অক্লেশে
হাতের কলম টি নামিয়ে রেখে,
একটুও পিছু ফিরে না দেখে।
দেশ চিনিনে,নাম জানিনে
তবু তোমার একটি কথায়
ছেড়ে যাব সব হাসি গান!
কিছুই তো হলোনা পাওয়া,
ফুল থেকে শিশিরের ঘ্রানটুকু
রয়ে গেলো বাকি;
রুপালী হাঁসের খসা পালকটা
আজো ফেরানো হলোনা!
ঢেউ জলে ভেসে ভেসে পাড়ি
দেওয়া হলো না কমল দিঘীর জল।
কিছুই তো এলোনা সাথে;
সন্তানের কোমল ছুঁয়ে দেওয়া,
বন্ধুর মসৃন করতল,
খসে পড়া আকাশের তারাটাও!
'এস' বললে, তাই অবলীলায়
চলে আসছি আধাঁর অথবা আলোর দেশে!
আধখানা রংধনুর বাঁকা পথ বেয়ে
কে জানে কোন রহস্যর দেশে!!