শিউলি বোঁটায় রঙ লেগেছে,
আকাশটাতে নীল জমেছে
ঢাকের কাঠি দিচ্ছে বাড়ি,
পূজো এলো ভাই!


মা এসেছেন বাপের বাড়ি
গায়ে দিয়ে নুতন শাড়ি
খুশির সীমা নাই!


পরবে সবাই নুতন জামা,
দূর্বাঘাসে শিশির জমা
মা বসবেন কই?


লক্ষী পেঁচা,ধূপের ধোঁয়া
ক্ষীর বাতাসা,নাড়ুর মোয়া
চারদিকে হইচই!