হাত ধরো না তুমি।
আমার প্রাচীন ত্বক তোমার
যুবা স্পর্শে শিহরিত হবে!
শক্ত চিহ্নবাহী হাতে দিওনা
এক আজলা সদ্য ফোটা শিউলী।
মানাবে না একদম।
এ হাত বয়ে নিয়ে চলেছি
দীর্ঘ পথ।
সে জানেনা ভালোবাসার
শিহরন কাকে বলে!
যাপিত জীবনের প্রতি প্রান্তে
এ হাত কাজের ছোঁয়া
পেয়েছে শুধু।
তোমার উষ্ণ করতলে বাঁধতে
চেও না তাকে।
হিমশীতল জরাবাহী হাত
ভুল ভেবে আঁকড়ে ধরবে
তোমার ভালোবাসাহীন স্পর্শ।।