দ্বীচারিনী  আমি ভালোবাসি
সাগর আর পাহাড় কে!
সাগর উজিয়ে পাহাড় ছুঁতে চাই,
পাহাড় ডিঙিয়ে সাগরে দেই ডুব।
ভালোবাসার পাল্লাটা একেকবার
একেক দিকে ভর করে।
কখনো সমুদ্রের নীল ঢেউয়ে
ভেসে যাই শিহরিত সুখে!
লবন ছোঁয়ায় ভুলে যাই জীবনের
সব হারানোর কষ্ট।
কখনো স্থির পাহাড়ের কোলে
চুপ করে বসে থেকে উপভোগ
করি জীবনের প্রতি পল!
খুব সাধারন প্রেমিকা আমি;
একমুখী প্রেম আমার।
এভাবেই ভালোবেসে লীন হই;
না পাই ভালোবাসা বিনিময়ে।