ছুঁয়ে দিলেই পদ্ম ফুটে উঠে
বদ্ধ জলায় সাগরের ঢেউ!
শুধু তুমি বুঝতেই পারনা
আমার ভিতর বাহিরে কী
ঝংকার শুরু হয়!
তাকালেই পিদিম জ্বলে উঠে,
নিকষ কালো রাত আলো ঝলমল
চাঁদনী রাতে বদলে যায়।
ভাংগাচোরার খেলায় তখন
মত্ত আমার সারা জগত!
তুমি আসলেই গান ভেসে আসে
ভাংগা বাঁশিতেও বাজে মন কাড়া সুর।
তুমি থেকে যাও আমার মননে,
স্থায়ী হোক সব জাগতিক সুখ।।