সাথী হারা ঐ একলা শালিক, কষ্টে ভরা প্রাণ
শিশ দিয়ে তুমি গাইছো অলীক, অভিমানী কোন গান।
ছলছলে চোখ দিঘীর মতন, টলমল করে জল
হারায়ে রতন করছো যতন, কষ্ট নামের ফল।


ছুটে ছুটে আসো, ফিরে ফিরে চাও
ভালো কি বাসো? স্মৃতি খুঁজে পাও?
না-কি, আমারি মতন তোমারো দসা
ব্যথার লালন হয়েছে নেশা।
শালিক তোমারই মতন আমার দশা ব্যথার লালন হয়েছে নেশা।