তোমার মনের ফুলদানিতে আমার জায়গা নাই
ঘাসফুল হোলাম আমি তাই
তোমার দীঘল চুলের গন্ধ আমার ভাগ্যে নাই
ঘাসফুল হোলাম আমি তাই।


খেলার ছলে হাত ধরিলে
সোহাগ করে বুকে নিলে
আহ্লাদে আটখানা আমি প্রাণটা বুঝি যায়
ঘাসফুল হোলাম আমি তাই।


বেল গেলো মোর ভীষম ঘোরে
ছাড়লাম সবই তোমায় পেয়ে
ঘর বান্ধিবার স্বপ্নদেখি সুখের সীমানায়
ঘাসফুল হোলাম আমি তাই


দিন ফুরালে সন্ধ্যে এলে
অথই জলে ফেলে দিলে
নিঃশ্ব আমি তোমার ছলে
এখন কোথায় যায়? আমি এখন কোথায় যায়?
ঘাসফুল হোলাম আমি তাই
তোমার খোপার ভাঁজের মাঝে আমার জায়গা নাই
ঘাসফুল হোলাম আমি তাই।