একদিন এই শহর ছেড়ে সত্যিই চলে যাবো
ইট পাথরের নরক ছেড়ে সত্যিই চলে যাবো
জ্বলুক যতই লাল নীল আর হলুদ রং এর আলো
এর চেয়ে মোর গ্রামের চাষির কূপি-ই তো ঢের ভালো।


মানুষ নামের যন্ত্রগুলোয় খুব জমেছে ধুলো
শ্রমিক নামের মেশিন চালায় সামনে ঝুলিয়ে মুলো
কল-কব্জা র শরীর যাদের মন কি তাদের আছে?
গরিবেরা সব কুকুর বিড়াল ঐ ধনীদের কাছে।


মজুর হেথায় হীরক ফলায় চাবুক খেয়ে পিঠে
তবুও তাদের মলিন মুখে হাসি সদাই মিঠে
এই শহরের আলোর নিচে ভিষম রকম কালো
এর চেয়ে মোর গ্রামের কৃষক হাজার গুনে ভালো।


আধ ভরা পেট লাঙ্গল কাঁধে গাই বলদের হাল
কঠিন রোদে নিজে পুড়ে ফলায় সোনার চাল
ভর দুপুরে রৌদ্র স্নানে ফোঁটায় ফোঁটায় ঘাম
গাছের ছায়ায় শীতল হাওয়া দিচ্ছে তাদের দাম
পিষছেনা কেউ শ্রমিক সেথায় তুলছে না কেউ ছাল
শহর ছেড়ে যাবেই #কায়েস আজ না হলে কাল।