আধগলা লাশ পানিতে ভেসেছে কলার ভেলার মতো
ঠুকরিয়ে খেয়ে ভারী দেহে পাখা শকুনীরা মেলাতো
শকুনীরা তাও ভালো ছিলো ঢের সন্ধ্যে হলেই যেতো
নিয়াজীর দল প্রেতের মতো দিন-রাত ভরে খেতো;


শুনেছি তোমরা বিজয় এনেছো? রক্তের দামে কিনে
ঝুলি ভরে সব অধিকার এনে বুনেছো মাটির তলে
শহীদের দেওয়া প্রাণের সারে অঙ্কুরিত বীজে
ফুটিছে কত সুরভিত ফুল বায়ু পরাগীর দেশে।


শুনেছি গল্প যুদ্ধ শেষের ছুফিয়া বিবির ব্যথা
ক্যাম্প হতে নাকি পালিয়েছে বেটি, রশি আজো হাতে বাঁধা
সবলুটেছে পিশাচের দল; প্রাণ হাতে নিয়ে ফেরা
পেটের শিশুটি বেজন্মা বলে গলা টিপে তারে মারা


সমাজ তাহাকে মানিয়া লয়নি, পাগলীর বেশে বাঁচা
হৃদয় খুঁড়িলে এখনো মিলিবে রক্তিম স্বাধীনতা।


খুঁচিয়ে খুঁচিয়ে পিশাচের দল বায়োনেটে দিছে ধার
চিৎকারে আসে নরকের দূত! স্বাদ তারও দেখিবার
জারজের দল ধর্ষণ শেষে ছড়াৎ করিয়া দুইপা ছিড়েছে
উল্লাসে ফারে বিকৃত দেহ নাহি কেউ বাঁচাবার ।


প্রথম প্রকাশ... ডিটেকটিভ (এপ্রিল-২০২১ সংখ্যা)