স্বাধীনতা আমাদের স্বাধীনতা তোমাদের
স্বাধীনতা সকলের সবাকার
সকালে সূর্য ওঠা রাতেতে জ‍্যোৎস্না ফোটা
যেন কোনো একজন মালাকার ।
পাখিদের গান গাওয়া দখিনা বাতাস বওয়া
রিমঝিম্ বৃষ্টির টুপটাপ
বিকশিত তদল শেফালির ফুলদল
চারিদিক নি‌:ঝুম্ চুপচাপ ।
সবুজ গেরুয়া সাদা মাঝেতে চক্র আঁকা
ওই দেখো পতাকা উড়ছে ।
এভাবেই স্বাধীনতা আমাদের অধীনতা
সাথে-  সাথে আজ দেখো ঘুরছে ।।