নিজেকে অপরাধী ভাবা ভুল কিছু নয়
ভুল হবে বেশি যদি না ভাবা হয়
অপরাধীকে ঘৃণা করা সঠিক কিছু নয়
সঠিক হবে যদি ক্ষমা করা হয়।


নগন্য ভাবছি আমি
               অপরাধের ভিড়ে
লজ্জিত আমি
               পৃথিবীর কাছে
কার্বন ডাই আক্সাইড ত্যাগ করে
                তিক্ত আমি ধরনী তরে
আমিই দায়ী
               গ্লোবাল ওয়ার্মিং এর জন্য
হ্যা আমিই দায়ী
                খারাপ জলবায়ু প্রবাহে
আমিই দায়ী
                মেরু থেকে বরফ গলায়
সত্যিই তো আমিই দায়ী
                 সমুদ্রের জল ফুলে ওঠায়


ধরনীকে বিষাক্ত করেছি
                      ধ্বংস করেছি তাহার নীল -আভা
তাই নিজেই ধারণ করেছি
                      বিষ-বাষ্পের সে নীল


হচ্ছে কি মোর পাপ মোচন?
                     না হচ্ছে না
তাহার অক্সিজেন নিয়ে
                     আমও ঋৃনি চিরঋৃনি
পাপ হরে না মোচন
                     ক্ষমা চেয়ে হায়
হোক না সেটা তবে
                     বিদায় মেলায়।
নিশ্বাস আর ছাড়বো নাকো
                    ধরনীর পরে
প্রশ্বাস আর নিবো নাকো
                    হোকনা তবে মোচিত  সে পাপ।