ভুল বোঝাবুঝি কিংবা ভুলগুলো
সময় থাকতে থাকতে ঠিক করে নেওয়া দরকার।
একবার সম্পর্ক তিক্ত হতে শুরু করলে
সেই সম্পর্ক মেরামত করা আর সম্ভব হয় না।
সম্পর্ক থাকতে থাকতেই
ভুলগুলো মিটিয়ে ফেলতে হয়।
সময় সবসময় সবকিছু ঠিক করে দেয় না।
সবকিছু ঠিক থাকলে সময়ও ঠিক হয়ে যায়।
পরস্পরের মধ্যে অনিচ্ছাকৃত দূরত্ব
বা কষ্ট তৈরী হলে সেটা ঠিক করে নেওয়ার জন্য
খুব বেশি সময় বয়ে যেতে দিতে নেই।
কারণ মানুষের এফোর্ট, প্যাশন
একইরকম কাজ করে না।
একটা সময়ের পর মানুষ প্রকাশ্যে
বা অপ্রকাশ্যে হাল ছেড়ে দেয়।
পরে সে ঘায়ে কোনো মলমই
আর কাজ করে না।
আর এইসব সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর
হয়তো তারা একে অপরকে মিস করে।
কিন্তু ফেরত গেলে বোঝা যায়
আগের মতো আর কিছু নেই।
আর কিছু হবেও না কোনোদিন।
জোর করে অনুভূতি ধরে রাখা যায় না।
যতক্ষণ তা আছে ততোদিন সব আছে।
না হলে কিচ্ছুটি নেই!