হেঁটে গেছি কত এ পাড়া ও পাড়া ধরে,
নিরুপমা এসে চুল খুলেছে রোদে
অচেনা হাওয়ারা লুকোচুরি গোটা গায়ে
মেঘ এসে তখন ঝরে পড়েছিল ক্রোধে।
কান ফিসফিস, মুখোমুখি কিশোরীরা
ললাটের ঘাম শুকনো রুমাল মোছে
কত রাত জেগে পায়তারা কষে ছিলাম
সে-সব চিঠি পালাবার পথ খোঁজে।
উদাসীন মেয়ে ফিরে গ্যাছে বাড়ি পথে
পথের দু'ধারে ফেলে গ্যাছে কত তারা
নিরুপমা তুমি এসেছিলে গত রাতে?
রোদ্দুর জানে, অভিমান করে কারা...