তেমন কোনো বৃষ্টির দিনে
আচমকা পাহাড়ি মেঘের মতো
ঘটে যায়নি কোনো অসম্ভব।
তবু তেমনই
একটা অপেক্ষা ছিলো আজীবন।
জলজ মন খারাপের বাষ্পে
উড়ে যাবে সমস্ত বেদনা- ক্লান্তি
পাখির মমত্বে।
কেউ এসে দাঁড়াবে আড়ালে।
অবেলায় নয়।
অবেলায় আর কিচ্ছু হয় না কারো!
সচেতন হাত পা নাড়া আমাদের
শুধুই মিশিয়ে দেয় ধুলো থেকে ধুলোর সংসারে।
আর কিচ্ছু টি কোনোদিন হবে না আমার!
এমন বৃষ্টির দিনে কাউকেই কিছু বলার নেই এখন..