কত গাছ কেটেছি আমরা দিনের পর দিন।
আর আজ সেই অক্সিজেনের জন্যই এত হাহাকার।
প্রকৃতি কে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছি।
ভুলে গেছি জলজ প্রাণীর কথা
আর আজ আমরা প্লাস্টিকে মোড়া।
অর্থের অহংকার,রূপের দাপট,
ক্ষমতার আস্ফালন দেখিয়েছি
আর আজ
সব থেকেও মানুষ মানুষকে বাঁচাতে পারছে না।
দিনের পর দিন
নেতানেত্রীরা মানুষকে মিথ্যে বলেছে,
ভুল বুঝিয়েছি
আর আজ সব দাপট মাটিতে মিশে যাচ্ছে।
নিজের প্রিয়জন দের, মা,বাবাকে সময় দিইনি
আর আজ ওয়ার্ক ফ্রম হোম করেও
প্রিয়জনদের সময় ফুরিয়ে আসছে।
জেদে, অভিমানে মানুষকে দূরে সরিয়ে দিয়েছি
আর আজ একটা অসুখ মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে।
প্রকৃতিকে যা দেবে তাইই প্রকৃতি ফেরত দেয়!