হয়ত এমন একটা দিন আসবে,
আমাদের সকলেরই যখন
মিথ্যে ভালোথাকার জৌলুস উপচে পড়বে না।
সত্যি সত্যি ভালোথাকতে পারব।
ভালোথাকার চেয়ে
ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতে পারব।
হয়ত যেদিন কাউকেই আর
খারাপলাগাগুলো বুঝিয়ে বলতে হবে না।
এমনিই বুঝবে কেউ।
জীবনে কখন বড় গাড়ি, বিশাল বাড়ি,
বিদেশে ট্যুরের স্বপ্ন দেখিনি।
স্বচ্ছন্দ চেয়েছি কারণ
অভাব কী জিনিস জানি তাই।
প্রচুর দামী রেস্তোরাঁয়
ডিনারের স্বপ্ন দেখতাম না কোনদিনই।
কিন্তু একটা চিকেন রোল কিনে
হাসি মুখে ভাগ করার আনন্দ পেতে চেয়েছি।
সুখ চেয়েছি কি-না জানি না।
তবে স্বস্তি চেয়েছিলাম।
শান্তি চেয়েছিলাম।