শিষ্টতার প্রতিভাত থেকে, জাহান-ভালোবাসার হিসাব রেখে এসেছে,আবলুস কাঠে দাগ-কেটে;
অথবা,অবজ্ঞাত আর বিতৃষ্ণায় গিট দিয়ে!
আবশ্যকের নিমিত্তে,
চালু কোরেছে আবার— মাত্রাজ্ঞানহীন বিনিময় প্রথা।


বিরহিত হওয়ার শঙ্কায়,
গন্ধমাদন সংবিৎ লোপ-পেয়ে— হিসেবে হেরফের কোরে!
অন্তরিক্ষে হেলান দিয়ে,
না ঘুমিয়ে পরখ কোরে;
অদ্যবধি সাগর সেচের উসকান!


স্যান্ডেলে লেগে-থাকা
মনস্তাপ-বোধ,ছিটকে গিয়ে— পৌছেছে মানসলোকে।
কোন গলিত পরিষ্কারক,
তুলে ফেলতে পারে—অধঃবিস্তারী নিবিড় থেকে নিবিড়তম মালিন্য?


বাজীর মাথায়,
বন্দুক ধরে ট্রিগার দাবালেই—যদি থেমে যেতো;
কোলকাতার ট্রামগাড়ি!
সমারোহণের লক্ষ্য নিয়ে, ধোঁয়াশাকেও ঘরের বাইরে—বের করে দিতো আত্মগরজী চিমনি!