লাল ফর্দ অনুযায়ী,গাঙ্গ রাণীর মতোন;
বিপন্না তুমি আজকাল—
শুধু দক্ষিণবঙ্গে নয়,
তোমায় খোয়ানোর আশঙ্কায়— নকশাল আন্দোলনের আঁখর; গিয়ে পড়েছে জাজিমবিশিষ্ট বিছানায়।


বিছানার যে পাশটায়—শাদা পাঁচিল গেঁথে,
প্রতিরোধ কোরা হয়েছে;
নির্বাসনের পর—সেথায় এক ঐশ্বরিক উত্তর
আমাকে কারারুদ্ধ কোরে রেখেছে— এগারোবার!


তুমি চলে যাওয়ার পশ্চাতে, হাতের রেখায় ফাটল ধরেছে;
চর্তুভূজ চিহ্ন স্পষ্ট থাকা স্বত্তেও কাজ কোরেনি—
কর্ণের রক্ষাকবচ।


তোমার ঠোঁটের নিচের—
ছোট্ট কালো তিলটা;
নিজ মেরুরেখার পশ্চিম থেকে পূর্বে ঘুরছে তো ঘুরছে।
আমি একদৃষ্টে চেয়ে দ্যাখছি তো দ্যাখছি।


চরম উৎকন্ঠায়-
ক্রোড়ের ভেতরটায়;সম্মুখ সমরে কর্তৃত্ব নেওয়া— নেতাজী,প্রকাশ্যে বৈরিতার পথ বেছে নিয়েছেন!
এ সংঘাত থামাতে গিয়ে—
থেমে যাই আমি,নিষ্ক্রিয় হয় জাভাদেশীয় গন্ডার।