তুমি ঝঙ্কার তুমি ঝঞ্ঝাট,গোত্রহীন ন্যাকামির প্রতিকৃতি;
তুমি বসুধা তুমি কোন্দল,অসামাজিক রাইচরণের পদ্মাবতী।


আমি বিচলিত আমি উত্তাল,বাউন্ডুলে হাজতখানার আসামী;
আমি বদ আমি অশ্লীল,শান্তি নিকেতনের অশান্তি।


তুমি বিতৃষ্ণা তুমি বিদ্বেষ,চেতনার চরম অবক্ষয়;
তুমি আসক্তি তুমি শঠতা,ছোঁয়াবত সময়ের অপচয়।


আমি মূর্খ আমি কল্পনা,নিরাশ্রয় বিধবার অশ্রুপাত;
আমি প্যাঁচালো আমি প্রবঞ্চনা,ক্ষুধিত সুচিত্রার প্রাণনাথ।


তুমি বিচিত্রা তুমি পাথর, অনাথের স্বীয় স্বগতোক্তি;
তুমি কলাবতী তুমি শঠতা , প্রণয়ের দাম্ভিক আদ্যাশক্তি।


আমি দূর্বৃত্ত আমি অটল, নিশাচর পেঁচার সুহৃৎ;
আমি গোঁয়ার আমি উৎকট,মরণ যন্ত্রণাদায়ক অমৃত।