এখনও কি ঋতুদের কাব্যসংসার
ভরে ওঠে অপার্থিব মেঘে?
স্মৃতির আকাশ জুড়ে মেঘ, শুধু মেঘের অপার
জলছাপ, অনাবিল রঙের আবেগে
কৈশোরে আশিরনখ আন্দোলিত হওয়া।
মেঘেদের মুক্তদলে কুশীলব আমি,
কখনো উদ্বেল কোনো অশ্বের সওয়ার
পিঙ্গল, লাল, কালো কিংবা বাদামি।
দৌত্যে ছিল না কোন, মেঘ মানে শুধুই সৃজন
রঙের মশাল জ্বেলে বিস্ফারিত গুহাছবি দেখা।
এই দুর্দিনে তার পরিসর কমেছে ভীষণ
মেঘ তার সব রঙ নিয়ে আজ একা, বড় একা।