অন্ধকার অলিন্দের ধার ঘেঁষে ন্যাড়া বিছানায়,
বিছানা বলতে ধরে নেওয়া যায় চাদর-তোশক,
তবে এইখানে শুধু ছেঁড়া, শতচ্ছিন্ন জামায়
পেতেছে রাতের ঘুমটুকু এক মায়াবী বালক।
মায়াবী কপোল তোর, মায়াময় চোখের নিমেষ
জুড়ে আছে ক্ষণিকের কালো রাত, দিনের আলোয়
দেখেছিস পৃথিবীর অবিকল রূপ, এই দেশ,
শৈশব চুরি হয় রোজ, তোর ঘাম দিয়ে ধোয়
উঁচু ইমারত, বুনিয়াদ যারা গড়ছে রোজের,
সমাজের কারিগর - যাদের অপার সংবেদ,
দেখে তারা যদি চোখদুটো তোর, স্বপ্ন তোদের,
যেমন আমার হয়, ওদের মাথাও হয় হেঁট।


অন্ধকার বারান্দায় ঘুমোচ্ছে আগামী মানব,
রূপকথা হয়ে যেতে পারিস না তুই, শৈশব?