আমি হীন এই রঙিন পৃথিবী টা কেমন হবে?
আমি গেলে হারিয়ে এই ভুবন কি থেমে রবে?
এই রঙিন বসুন্ধরা কি বে রঙিন হয়ে যাবে?
নাহ!! তা কখনোই হবে না?
বরং সময়ের পরিবর্তনে কারোর মনেই আর আমি রবো না!


এই আমি টা কে ধরার বুকে করবে সবাই দাফন
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আনবে ছুটে কাফন!
সেই কাফনে মুড়িয়ে দিয়ে নাম ভুলে গিয়ে আমায় ডাকবে সবাই লাশ;
পরিবার পরিজন এরা গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ!


কেহ বা ফেলবে চোখের পানি! কেহ করবে আহাজারি!
আবার কেহ বাড়ি ফেরার জন্য বলবে জানাজা দাও তাড়াতাড়ি!!


তখন তো! আমার চক্ষুদ্বয় ঢাকা থাকবে কাফনের ভিতর
কানে তে ভেসে আসবে আওয়াজ কষ্টে কাদবে অন্তর!
তুমি জানো হে বন্ধু আমার?
কয়েক টা দিন পার হওয়ার পর্, সকলের অন্তর থেকে মুছে যাবো আমি!
মা, বাবা, বন্ধু স্বজন , এমনকি আমার সেই কাছের প্রিয় মানুষটি;
সেও আর মনে করবে না আমায়!


কারণ!! আমি যে আর এই ধরায় নেই,
জীবনের অংশ নয় সকলের কাছে স্মৃতি হয়ে ই রয়ে যাবো!
পেলাম না কিছু এই পৃথিবীতে, জানি নাহ! আখেরাতে পাবো কি না পাবো?


হাত তুলে তাই দুয়া চাই প্রভু ওগো খোদা দয়াময়,
প্রাণ প্রিয় মানুষ গুলি যেনো সদায় খুশি রয়!
আমি বিনা এই পৃথিবী টা ঠিক ই চলবে আপন মনে,
হারিয়ে গেছি আমি সে খোঁজ রাখবে কতজনে?


দেখা হবে বন্ধু আবার  ময়দানে হাশরের
যেদিন ফুরাবে মোর অপেক্ষা গহীন কবরের!