*হে ঘুমন্ত রাজকন্যা,*
তোমার আওয়াজ টুকু শোনার আশায় কোনো এক পাগল রাত্রি জাগরণ করে অপেক্ষায় বিভোর,
তুমি কি তা জানোনা?
আজ তোমার যে দুই চোখে ঘুমের আনাগোনা,
সেই দুই চোখের মায়াবী দৃষ্টির অপেক্ষায় রয়েছে এক নিশাচর,
তা নাই কি তোমার জানা?
কিভাবে হতে পারো হে প্রিয়া তুমি এত টা নিষ্ঠুর,
তোমার বিহনে রাতের ঘুম মোর চলে গেছে বহুদূর।
তোমার মনের গহীন কুঠিতে নাই কি আমার বসবাস?
যদি থাকে তবে কেমনে তুমি আজ নাও গো শ্বাস প্রশ্বাস?
আমায় ছাড়া!!!
তোমার ঐ দুই চোখে আমারে না দেখিয়া কখনো তো আসিত না ঘুম;
তবে আজি কেমনে ওই আঁখি দুটি দেয় নিশ্চিন্তের ঘুম?


*হে পাষাণ হৃদয়হীনা প্রাণপাখি আমার,*
আমারে ছাড়িয়া কেমনে মনেতে শান্তি আসে গো তোমার?
তবে কি মনের সেই ছোট্ট জায়গা টা থেকে করেছো আমায় দুর?
তাই কি আজ কানে তে বাজেনা তোমার আমার  আওয়াজের সুর।
অশ্রুভরা আঁখিজলে লিখিলাম দুই কথা,
খারাপ যদি লাগে তবে মনেতে নিও না ব্যাথা।
পাষাণ আছো তুমি পাষাণ থাকো আমি করবো না আর বারণ,
এই কষ্ট যদি সহিতে নাহি পারি
*তবে তুমিই হবে মোর মৃত্যুর কারণ।*