যদি পারতাম হতে আমি বদরের সৈনিক
জীবন আমার হত ধন্য।
যদি জেহাদের ময়দানে হতাম শহীদ আমি
প্রাণের রাসূলের (সাঃ) এর জন্য।
যদি ওহোদের ময়দানে পারতাম হতে আমি
দয়ার নবীজীর ঢাল তলোয়ার।
যদি বুকেতে নিতাম পেতে কাফিরের তীর গুলি
তবে এ জীবন হতো ধন্য আমার।
যদি নসিব হতো সেই যুদ্ধের ময়দানে আমার শহীদের দরজা।
তবে খুশি আমি চিরতরে এই ভেবে অন্তরে
হুজুরে পাক সাঃ মোর দিতেন জানাজা।
যদি নিজেকে বিলীন করে মদীনার শহরে
পেতাম জায়গা নবীজীর কদমে,
তবে শহীদের ঘ্রাণ নিয়ে থাকতাম ঘুমিয়ে
মদীনার মাটিতে আমি আরামে।