প্রিয় হাবিব আমার নবী দোজাহান,
দেখিলে তোমায় জুড়িয়ে যেত এই অধমের প্রাণ!
থাকো তুমি দুর মদীনায়, যাওয়ার সাধ্য নাই,
এই গুনাহগার আর্জি জানায়, দেখতে তোমায় চাই!


নবী গো তুমি প্রাণের রাসুল, আমিনার বুকের ধন!
প্রতিটি আশিক উম্মতের তুমি হৃদয়ের স্পন্দন।
আমি অধম বড়ই গরীব যাওয়ার উপায় নাই!
সপ্নের ই ঘোরে রাসুল (সাঃ) দেখিতে মন চায়।


তোমার কথা মনে এলে চোখে আসে পানি!
নয় তা তোমার অজানা হুজুর সেকথা টুকু জানি।
তোমার বিহনে এই অন্তরে ব্যাকুলতার ঝড়!
মনে চায় শুধু তোমার শহরে বাঁধবো ছোট্ট ঘর।


সেই ছোট্ট ঘর থেকে দেখবো আমি তোমার সবুজ গম্বুজ খানি!
যতক্ষণ না পাবো তোমার দেখা বইবে চোখের পানি।
ওগো নবী দয়াময় দয়ার রাসুল সাঃ মোর!
চাই গো শুধু নূরানী দীদার চাইনা কিছুই আর।


এই জীবনে যদি গো রাসুল দেখিতে নাহি পাই!
জনম আমার ব্যর্থ তবে জীবন খানা ছাই।
ছোট্ট গুনাহগার, এই প্রেমিক তোমার, প্রেম নিবেদন করতে জানে না!
নূরানী দীদার না পাইলে ব্যর্থ এই প্রেমিকের বাসনা!!!