যখন মলিন হবে সুর্য প্রতাপ - নক্ষত্ররাজি পড়বে খসে,
নিশ্চির্ণ হবে পর্বত মালা - খাল বিল নদী যাবে শুষে।
বনের পশুরা হবে একাকার - উত্তাল হবে গভীর পাথার,
দিক বেদিক ছুটতে থাকা - সৃষ্টি রাজির নাহি নিস্তার।
হৃদয় বিদির্ণ ছিলো কোনসে দোষে - বিভিষিকাময় অন্ধকারে,
কণ্যা শিশুরই মানবিক মায়া দোলে - রাখা হতো জীবন্ত কবরে।
এই দিক দর্শন ফিরে না আসুক আর - সত্যের জন্য শিক্ষাই ছায়াতল,
চরিত্র মাধুর্যই সত্য জয়ের হাতিয়ার - চিরদিনই মিথ্যা হয় অস্ত্র বাহুবল।
যখন সপ্ত আকাশ পড়বে ছিঁড়ে - বুঝবে ধ্বংস আজি আসছে ঘিরে,
সংযত হও সংশোধনে নিজের কল্যানে - ফিরে আসো আপন নিড়ে।
পাপাচারের বন্দিশালার শিকল ভেঙ্গে - নিজেকে জানো জানতে সবে,
থেকোনা আর অন্ধকারে নির্জনতা ভেঙ্গে - সত্যকে আজ মানতে হবে।
আলো আসবেই আসার জন্যই অপেক্ষমান - তোমার ইচ্ছাটাই শুধু বাকি,
হাতে হাত মিলাও আজি সত্যের সন্ধানী - নির্জনে আমি সত্যের পথে ডাকি।