তোমার দুরত্ব আজ আমি নিরবে
দুরে থেকে বুঝে নিলাম,
তোমার দুরত্ব কত আমি জানিনা
তবে দুরে থাকা বুঝিলাম।
আমি আকাশের পিঠে সপ্ন আঁকি
তারা নিয়ে দাবা খেলি,
আমি সূর্যের সাথে সকালে হাসি
চন্দ্রের রূপে ছবি তুলি।
মনের মন্দিরে বন্ধ দুয়ার ওহে
সব আজি খুলে দিলাম,
তোমার সাথে আমার দুরত্ব বন্ধু
আজ আমি বুঝে নিলাম।
আমি গোধুলীর সেই বিকেল ক্ষনে
আজও রংধনু তুলি রাঙ্গিয়ে,
তুমি ধু ধু চরা বালির উপর কেন
সপ্নে দিলে ভাঙ্গিয়ে।
আমার আবেগ আজি নিরবে ওহে
বাতাসে ভাসিয়ে দিলাম ,
তোমার সাথে আমার দুরত্ব বন্ধু
আজ আমি বুঝে নিলাম।
দুরত্বই মানুষকে পাল্টিয়ে দেয়
দেখেছি সেদিন বন্ধু,
নিরবে ভেবে নির্বাক চেয়ে
মুছেছি অশ্রু বিন্দু।
দেখেছো কি তুমি পিছন ফিরে
দাঁড়িয়ে রয়েছি আমি,
নাকি সম্মুখে থেকে নিজেকে তুমি
ভাবিলে অনেক দামি।
তুমি তো  এমন ছিলেনা বন্ধু
নিরবে ভেবেছি সারা রাত্রী,
অবশেষে মেনেই নিলাম আজি
বন্ধুত্বের পথে আমি একা যাত্রী।
ক্ষমা করো তুমি ভালো থেকো বন্ধু
ভুল যদি আমার হয়,
দুরে চলে গেলে বিদায় নিয়ে যাও
অভিযোগে কখনো নয়।
হয়েছে যাহা হচ্ছে যাহা
সবই তো ভুল বুঝে,
বাহিরে দেখানো শুধুই অভিমান
অন্তর ঠিকই খোঁজে।
তুমি যাই করো যা তুমি ভাবো
তোমার যাহা ভালো,
জীবনটা আর রঙ্গীন হলোনা
ছবিতেই সাদা কালো।