হে বরেণ্য কবিরা,
স্বাধীনতা নিয়ে যা লিখে গেছোসত্য ছিলো সবই,
আজ ঢেকে গেছে অন্ধকারে নির্মম বেড়া জালে স্বর্ণালী রবী।
যে স্বাধীনতা হৃদয়কে করেছিলো স্বিক্ত,
অসভ্যতার জনভীরে আজ হয়ে গেছে সব তিক্ত।
অনেক রক্তে রঞ্জিত স্বাধীনতা এখন শুধুই রূপকথা,
দোষারোপ করে দু’টি পক্ষ করে একে অন্যের হিংস্রতা।


হে আলোর দিশারী কবিরা,
তোমরা বেঁচে নেই রেখে গেছো স্বাধীনতার কবিতা,
স্বাধীনতা আজ দাবার গুটি শুধুই চলে ভঙ্গিতা।
স্বাধীনতা নিয়ে যা লিখে গেছো ক’জনে দেখে হৃদয়ের আঁখিতে
আমার হৃদয় ঝাপটি দিয়ে ওঠে তোমাদের চায় ডাকিতে।


হে দেশপ্রেমী কবিরা,
তোমাদের লেখার মুল্য দিয়েছে ক’জনে
শুধুই দিয়েছে লাঞ্চনা বোঝা যায়না ক্ষনে।
জনতার সম্মুখে দিয়েছে মিডেল নজর কারা,
এটাই কি মূল্য স্বাধীনতার? নাকি কোন ইশারা!


হে বিবেকবান কবিরা,
তোমরা দেখে যাও কিভাবে আজ স্বাধীনতা নিয়ে চলে লিলাখেলা,
স্বাধীনতা তোমরা পূর্ণ করেছো ঠিকই পূর্নতা পায়নি আজও শুধু অবহেলা।
স্বাধীনতা আজ সামান্য ঘটনা ইতিহাস নয় নয় কোন সমর,
সবাই ভূলে গেছে স্বাধীনতা কাছে টানা নাহি করা পর।
পাল্টে গিয়েছে আজ স্বাধীনতার মর্ম,
বিবেককে সিকলে বেঁধে ছুঁড়ে ফেলে ধর্ম।


হে বর্ণালী কবিরা,
তোমাদের স্বপ্ন আজ ভেঙ্গে গেছে নিস্পাত হয়েছে স্বাধীনতা
তোমাদের দিয়েছে লাঞ্চনা গুঞ্জনা বৃথা হয়েছে কবিতা।
মন মানেনা আমার আমি শুধু ডাকি চিৎকার করিয়া
ফিরে এসো ফিরে এসো বন্ধু বরেন্য বর্নালী কবিরা।