জ্যামেতির মতো জীবনের ছবি
কম্পাসে মেপে চলা,
পেন্সিলে আঁকা স্বপ্ন গুলো হায়
যায় কি কখনো ভলা।
পেন্সিলে এঁকে স্বপ্ন গুলো নিরবে
রেখেছি বেঁধে,
রাবারে ঘোসে তুলেছি অনেক
নয়ন ভেসেছে কেঁদে।
ধারাপাতের মতো হিসেব করে
জীবন কি চলেরে হায়,
যোগ বিয়োগের কত না স্মৃতি
হৃদয়ে কাঁদায়।
অংকের হিসেব মিলিবেনা কখনি
সুত্র নাই তো জানা,
জ্যামেতির বক্স ফাঁকা হয়ে বলে
স্বপ্ন দেখতে মানা।
জীবনের হিসেব গড়মিল করে
হইলাম পারাপার,
জীবনটা আজ হিসেবের গন্ডিতে
রাখিতে চাইনা আর।
জীবনের পথে কি হয় কেন হয়
জানিতে বারন,
আর নয়, শেষ হোক আজই বন্ধু
জীবনের সমীকরণ।