ডিম্বাকার নয়ন জুড়ে ধনুকের মত চাহনী
উত্তাল সাগরে ডু্বে জন্ম হয় এক অজানা কাহিনী।


মুখোমুখি দাঁড়িয়ে কাজল মাখা নয়ন দর্শন নয়নে
কোন সে প্রেমে বসন্তের দোলা অন্তর কাঁদে মরনে।


দোল খায় অপলক চোখে দৃষ্টি অনড় নয়নে নয়ন
অশান্ত মনে দোলা দিয়ে যায় উতালা পবন।


হাসিমাখা ঠোটে কাঁপা কার্ণিশে দেখা দেয় কালো তিল
ঢেউ খেলে স্বপ্ন জোয়ারে আজি অবনত করে দিল।


অচেনা অজানা এ কেমন দৃশ্যে হলে প্রিয় দর্শিনী
অপরূপ তুমি বিধাতার গড়া সুন্দরী রমনী।


এমন মায়ায় দুরে গেলে তুমি ঢেকে দিলে প্রিয় মুখ
ব্যাথিত হলো নিরব কল্পনা ভেঙ্গে গেল সরল বুক।


ক্ষনিকের দেখায় স্বপ্নে ভাসি রাতে নাইকো ঘুম
জাগিয়া ভাবি এই বুঝি শুরু অন্তরে মোর বিরহের ধুম।


দাগ কেটে যায় অন্তরে আজি রক্তাক্ত বলি রেখা
কেনই বা এলে কেন হলো আজ মায়া জোড়ানো দেখা।