মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়,
পর্বত জোড়া হইয়া আড়ালে হারায়!
ফিরিয়া আসে ধরণীতে বৃষ্টি, বর্ষায়,
ধুয়ে যায় সবুজেরা প্রাঞ্জলতায়।


পুষ্প কাননে হাসে স্নিগ্ধ মায়ায়,
লতারা হেলে - দুলে বাতাসের বায়!
তটনীর জলে সুর শোনা যায়,
  পদ্ম গুলো ঢেউয়ে দোলায়।


বাঁশ বনে পাখিরা কিচিরমিচির করে,
বাঁশ গুলো ঝড়ে হেলিয়া পড়ে।
পাখিদের নীড় ভাঙ্গিয়া যায়,
ছানা গুলো লুকায় মায়ের ডানায়।


বজ্রের ঘনঘটা বিদ্যুতের ছটায়,
সহস্র শিলা বর্ষণ, বর্ষায়।
ব্যাঙগুলো আনন্দে লাফিয়ে চলে,
মাঝি ভাই পড়িয়াছে ঝড়ের কবলে!