অনেক দিন শাঁখের আওয়াজ শুনিনি
উলুধ্বনির শব্দ শুনিনি
ভাবছি গ্রামে ফিরে যাব
ওখানেই তো আমার বেড়ে ওঠা
আপনজন চিনতে শেখা ।


আজ যাদের সঙ্গে আছি
তারা আপনজনের মত,
টুনি লাইটের আলোতে জোনাকী-মন
বিরুদ্ধ প্রদীপের শিখা -
শুধুই অন্ধকার পোড়াতে চায় ।


আমি পুরনো সন্ধ্যায় ফিরে যেতে চাই
জানিনা সবই পাল্টে গেছে কি না !
উঠোনে গোবর দিয়ে নিকানো হয় কি না !
সবই হারিয়ে যাচ্ছে দ্রুত
চড়ুই আর ফুড়ুৎ ফুড়ুৎ ওড়ে না ।