যখন আঁধার নামে চারিদিকে
অমানিশা ছেঁয়ে যায় দুনিয়ায়
তখন কেউ সচল হয়ে ওঠে
আবার কেউ বা বিশ্রাম চায়।


সারাদিন কর্মব্যস্ততা শেষ করে
হা-ভাতে মানুষ আশ্রয় নেয় বিছানায়
আঁধারের মানুষগুলো চুপচাপ আঁধারে
উচ্চৈঃস্বরে তাদের নিশান জাগায়।


এখানে রাতের আঁধারে চুপিসারে
কতকিছু ঘটে যায় মানুষের অজানায়
গণিকালয় ছুটে চলে কেউ কেউ
আবার চোর-খুনি-কালোবাজারি সরব হয়।


এভাবেই চলছে আঁধারে সব
আমাদের সুখ-দুঃখের দুনিয়ায়
সবকিছু চাপা পরে সহসা ভোর হয়
হা-ভাতে মানুষগুলো আবার পা চালায়।
২৮.০৮.২০০৬