কুয়াশায় ঢাকা সবটুকু ভা‌লোবাসা
স্বপ্ন দেখায় ঠিকই তবুও ঝাপসা।


আশ‌া ছিল পা‌খিরাও বাসা‌ বেঁধে‌ছিল
পা‌খিগু‌লো উ‌ড়ে গে‌ছে মন ভে‌ঙ্গে গেল।


উ‌ড়ে উ‌ড়ে মন খুঁ‌জে‌ছিল ‌যে ঠিকানা
‌কোথাও আজ নাই তার আনা‌গোনা।


সরল‌রেখায় নীরব পদ‌ক্ষে‌পে যে আকু‌তি
সবটুকু তার উড়নচন্ডী ছেঁড়া পাল বেগ‌তি।


ধীরলয়ে আ‌জি ঝাপসা চো‌খে কুয়াশায়
সম্মুখ অবগাহন,ঝরে আঁ‌খিজল নীরালায়।