জমাটবদ্ধ দুঃ‌খেরা ক‌রে হাসফাস
বু‌কের মা‌ঝে সারাক্ষণ অ‌বিরত
খুঁ‌জে পায়না পথ পালাবার কো‌নো
দুঃখগুলো শুধু বু‌কে‌তে ক‌রে ক্ষত।


‌দিবস রজনী চলে যায় হাওয়ায়
শুধু দুঃখগু‌লো উ‌ড়ে না যায় হায়
বু‌কের কা‌ছে স‌ঙ্গোপ‌নে জ‌ড়ি‌য়ে রয়
ডু‌বে থা‌কে হৃদয় নীরব অ‌স্থিরতায়।


দুঃখগু‌লো পু‌ষে রাখ‌তে কে বা চায়
তবুও দুঃ‌খের চাষবাস কর‌তেই হয়
ছা‌ড়েনা কভু দুঃখগু‌লো নেয়না বিদায়
‌থে‌কে থে‌কে আজ জেরবার হৃদয়।


হৃদ‌য়ের দরজা জানালা খু‌লে দি‌য়ে
দি‌তে চায় মন দুঃখগু‌লোকে উ‌ড়ি‌য়ে
তবু বাঁধা প‌ড়ে থা‌কে অবুঝ হৃদয়
খুল‌তে পা‌রেনা সে কো‌নো কিছু দি‌য়ে।


দুঃখগু‌লো এভা‌বেই প‌ড়ে থা‌কে বু‌কে
ছু‌টি নেয়না তারা চলাচল ধুঁ‌কে ধুঁ‌কে
সময় ফু‌রি‌য়ে যায় দুঃ‌খেরাই সঙ্গী রয়
আজীবন পথচলা ‌নি‌য়ে সেই দুঃখকে।