লোকাস বাস।স্টেশন থেকে স্টেশনে ছুটে চলা
যেমন মানুষের জীবন,নীরবে কথা বলা
আমিনুল ইসলাম।বাসে ই বাড়ী বাসে ই ঘর
দায়িত্ব পালনে জাগ্রত।ভুলে যায় আপন-পর।


সন্ধ্যা নামে । ঘরে ফেরে মানুষ,আমজনতা
সেও ফেরে।স্টেশন থেকে স্টেশনে নাই সুখ বারতা
কখনো বাসের ভেতর,কখনো বা বোডিং ঘর
রাত্রিযাপন-আমিনুল ইসলাম।ভুলে যায় আপন-পর।


সকাল আসে।নিঃস্বপ্ন আমিনুলের রাত্রি ভোর হয়
হাক ছাড়ে ড্রাইভার ঐ ব্যাটা সুপারভাইজার কোথায়
জে ওস্তাদ স্টার্ট লন-আমি পেছন গেটের ’পর
আবার শুরু আমিনুলের দায়িত্ব।ভুলে যায় আপন-পর।


এভাবেই একজন আমিনুল ইসলামের জীবন-যাপন
করে না দুর্নীতি –পুকুরচুরি।দুমুঠো ভাত-ডালের জন্য অবগাহন
দুঃখ নেই আমিনুল ইসলামের,আছে একটি ছোট্ট সংসার
মাঝে মাঝে ছুটিতে সে ঘরে ফেরে।খোঁজে আপন-পর।
০৭.০৯.২০১৩